
বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান | আগামী বছরই আসতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি “পাঠান” | এদিন সকালে নিজের টুইটার হ্যান্ডেলের ছবির প্রমো পোস্ট করে সুখবরটি দেন তিনি | ছবির প্রমোতে দেখা যাচ্ছে শাহরুখ খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন ও জন ইব্রাহিম কে | আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে ছবিটি | এই ছবিতে একেবারে নতুন রূপে দেখা যাবে শাহরুখ খানকে |
More Stories
হোলির প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিলেন ভাইজান
নতুন মানুষের প্রেমে হাবুডুবু মিস্টার পারফেক্ট
ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়