
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার খরজুনা, ভাবিনিগর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ ২ ব্যাক্তিকে গ্ৰেফতার করলো বড়ঞা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বিশেষ সূত্রে খবরের মাধ্যমে এদিন রাতে বড়ঞা থানার ওসি নির্মল দাসের নেতৃত্বে। এ এস আই হুমায়ুন কবীর ও দুর্গেশ সরকার সহ পুলিশের একটি দল খরজুনা থেকে ভবানিগর গ্ৰামে হাত পরিবর্তনের আগে ধৃত দের পাকরাও করে এবং তাদের কাছে উদ্ধার হয় ২৯কেজি ৫০০ গাঁজা। ধৃতদের নাম, সেলিম খাঁ তার বাড়ি ভগানিনগর এলাকায় এবং হিবরাজ সেখ তার বাড়ি কান্দি পিরতলা এলাকায় বুধবার বড়ঞা ব্লকের বিডিও সাগর ঘোষের উপস্থিতিতে ধৃতদের পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হয়।
More Stories
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা
তাপদাহে পুড়ছে বাংলা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিজনক আবহাওয়া