বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সকালে মেঘলা আকাশ। বেলা বাড়লে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে। শুক্রবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
সকাল থেকেই মেঘলা আকাশ, মাঝেমধ্যে ঝোঁপে বৃষ্টি। আগামীকাল এই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু স্বাভাবিক রয়েছে। সেইকারণেই এমন বৃষ্টি। মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সক্রিয় রয়েছে। ফলে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। গতকাল যে ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ডের উপরে ছিল সেটি বিহারের উপর দিয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম বিহারের উপরে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
আর জি কর দুর্নীতিতেও টাকা সরানোর হয়েছে! বিস্ফোরক দাবী করলেন ইডি
পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে একাধিক জেলায়