নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- বছর চল্লিশের মহামারী করোনা আক্রান্ত এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বাজারে। জানা গেছে ওই ব্যক্তি কে রাস্তা তে বসিয়ে রেখে মানুষ কে নিরাপদ দূরত্বে সরিয়ে এলাকা দড়ি দিয়ে ঘিরে রাখলো পুলিশ। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় নন্দকুমার হলদিয়া বাসস্ট্যান্ড এর একটি রাস্তা। গাড়ি গুলিকে অন্য রুট দিয়ে পাস করেনো হয়। পুলিশ সূত্রে জানা গেছে হলদিয়া একটি কারখানায় কাজ করতো ওই ব্যক্তি করোনা রিপোর্ট পজিটিভ আসায় ওই ব্যক্তি কে কেউ জানায় নন্দকুমার থানায় চলে যেতে। সেইমতো এই বেক্তি মঙ্গলবার থানায় আসার পথে খবর পেয়েই পুলিশ আটকায় ওই ব্যক্তিকে। বর্তমানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই আক্রান্তকে। অন্য দিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে বিনা কারণে যাতে এলাকার মানুষ না বাইরে বেরোয়, কিন্তু এখানে কি করে এলো ওই ব্যক্তি, খতিয়ে দেখছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন, যদিও এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ি য়েছে গোটা এলাকায়।