November 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সোমবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ ভর্তি করানো হয়েছে।

সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার সময় অমিতের বুকে সংক্রমণের হদিস মেলে। এর পরেই তাঁকে দ্রুত এমস-এ নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পরে চিকিৎসকেরা তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন।

এমসের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ৩-৪ দিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেহে ব্যথা এবং ক্লান্তিজনিত সমস্যা রয়েছে। পোস্ট কোভিড কেয়ারের (করোনা পরবর্তী চিকিৎসা) জন্য তাঁকে ভর্তি করানো হয়েছে।