
ফের ভয়াবহ পথ দুর্ঘটনা তমলুকে। তমলুকের শ্রীরামপুর এলাকার ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। একজন আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। চারচাকা গাড়ি করে চার বন্ধু ঘুরতে যাচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনা। প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর থানা এলাকায় তাঁদের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি পুকুরে উলটে যায়। শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা। তাঁরাই প্রাথমিক উদ্ধারকার্য চালায়। গাড়িতে থাকা চার যাত্রীকে উদ্ধার করে, ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
More Stories
ভগবান রামের জন্মভূমি অযোধ্যায় এবার দীপোৎসব নবম বর্ষে পা রাখতে চলেছে
শুল্কযুদ্ধের মাঝেই মোদির সঙ্গে বৈঠক করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
শেষরাতে ভয়াবহ দুর্ঘটনা জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে