ইয়েস ব্যংকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে বৃহস্পতিবার জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। মুম্বইয়ের হেড কোয়ার্টারে এদিন অনিল আম্বানিকে ডেকে পাঠানো হয়। আর্থিক সংকটে পড়া ইয়েস ব্যাংকের কর্তা রানা কাপুরের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় অনিল আম্বানিকে। গত সোমবারই ইয়ের ব্যাংকের বিরুদ্ধে তদন্তের অঙ্গ হিসেবে অনিল আম্বানিকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শারীরিক অসুস্থতার কথা বলে অন্য একদিন সময় চান অনিল আম্বানি। সেইমতো তাঁকে বৃহস্পতিবার ইডি দফতরে দেখা করার নির্দেশ দেওয়া হয়। আর্থিক সংকটে পড়া ইয়েস ব্যাংকের কাছ থেকে যে সব বড় কর্পোরেট সংস্থা মোটা অংকের ঋণ নিয়েছে, তাদের মধ্যে অন্যতম অনিল আম্বানির সংস্থা।