December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান

ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান। আন্দোলনকারী চিকিৎসকদের চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের। সোমবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে আসতে বলা হয়েছে আন্দোলনকারীদের। তবে বৈঠকে জুনিয়র চিকিৎসকরা যোগ দেবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারীরা। এদিকে, নির্যাতিতার বাবা-মা এই বৈঠক নিয়ে আশাবাদী। বৈঠকের টেবিলে সমস্যার সমাধান হোক, তা চান তাঁরা।

মুখ্যসচিবের তরফে পাঠানো চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, “এবারই পঞ্চম এবং শেষবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের প্রতিনিধিদের বৈঠকে ডাকা হচ্ছে। এর আগেও আপনাদের খোলা মনে বৈঠকের জন্যই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে ডাকা হয়েছিল। যেহেতু এটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তাই কোনওভাবে লাইভ সম্প্রচার কিংবা ভিডিওগ্রাফি হওয়া সম্ভব নয়। তবে দুপক্ষের সই করা বৈঠকের কার্যবিবরণী কিংবা মিনিটস শেয়ার করা হবে।