ফের করণায় আক্রান্ত বিধান নগর কমিশনারেট এর ডিসি ট্রাফিক ধৃতিমান সরকার এবং তার স্ত্রী। কিছুদিন ধরে হালকা জ্বর ছিল এবং পরবর্তীকালে তিনি করো না পরীক্ষা করান এবং তার স্ত্রী আর করো না পরীক্ষা করান গতকাল তার রিপোর্ট আসে তাতে করো না পজেটিভ পাওয়া যায়। এই মুহূর্তে ডাক্তারের পরামর্শ তিনি একটু ভালো আছেন এবং হোম আইসোলেশন এ থাকবেন এমনই সূত্রের খবর। উল্লেখ্য বেশ কিছুদিন ধরে বিধান নগরের বিভিন্ন থানায় পুলিশকর্মীরা গরমে আক্রান্ত হচ্ছে এবং সম্প্রতি বিধান নগর উত্তর থানায় প্রায় 12 থেকে 14 জন অফিসার এবং সাইবার ক্রাইম অফিসারদের করণা পজিটিভ হয়। এই নিয়ে বিধান নগরে অন্তর্গত বেশকিছু থানার অফিসারদের করণা পজিটিভ হয়েছে যদিও প্রত্যেকটি থানা সানিতারিজ করা হয়েছে কিন্তু যে হারে করো না বাড়ছে তাতে চিন্তা বাড়াচ্ছে বিধান নগর কমিশনারেট উচ্চপদস্থ আধিকারিক দের