January 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ফের অরবিন্দ কেজরিওয়ালের দখলে এল দিল্লি

২০২০ তে দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হল মঙ্গলবার। সকাল থেকেই সেই গননাকে কেন্দ্র করে উত্তাল ছিল গোটা দিল্লি। সকাল থেকেই বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দিল্লি জয় নিয়ে। তবে শুরু থেকেই এগিয়ে ছিল আম আদমি পার্টি। অবশেষে, বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের জন্য ফের দিল্লি দখল করল অরবিন্দ কেজরিওয়াল। আশা দেখিয়েও কোন লাভ হয়নি বিজেপির। অন্যদিকে কংগ্রেস কিন্তু তাদের খাতাই খুলতে পারেনি। সূএের খবর, বিশাল ভোটে দিল্লি জয়ের পর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বললেন, “যাঁরা কাজ করেছে তাঁরাই ভোট পাবেন। এই জয় বিজলি-পানি-সড়কের জয়। এটা শুধু দিল্লির জয় নয়, এটা আমাদের ভারত মাতার জয়। গোটা দেশের জয়। গত পাঁচবছর আমরা যেভাবে কাজ করেছি। আগামী পাঁচ বছরও একইভাবে কাজ করব।”