ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে । এনিয়ে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার। সোমবার বেলার দিকে মলের দ্বিতীয় তলা থেকে প্রবল ধোঁয়া বেরতে দেখে আতঙ্ক ছড়ায়। এই মলে বেশ কয়েকটি অফিসও রয়েছে। কর্মীরা অফিসে যেতে না যেতেই আগুন আতঙ্ক! নিরাপত্তার স্বার্থে সকলকে বাইরে বের করে আনা হয় বলে খবর। সেইসঙ্গে এলাকাটি ঘিরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের ইঞ্জিন ছুটে আসে। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, মলের চারতলার ফুড কোর্ট থেকে আগুন ছড়িয়েছে।
সোমবার সকাল প্রায় সাড়ে ১০টা। অ্য়াক্রোপলিস মলের অফিসগুলিতে সবে কর্মীরা আসতে শুরু করেছিলেন। মলের বিভিন্ন দোকানের কর্মীরাও হাজিরা দিচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই ব্যাপক আতঙ্কের পরিবেশ। আগুন লেগেছে বলে শোনা যায়। মলের সমস্ত কর্মী, অফিসকর্মীদের বের করে পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয় গোটা চত্বর। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। রাস্তায় ভিড় জমে যায়। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। দমকলের ইঞ্জিন প্রাথমিকভাবে আগুন নিভিয়ে ফেললেও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। চারতলার ফুড কোর্ট থেকে আগুন লেগেছে, দমকলের তরফে এই খবর জানার পরই বন্ধ করে দেওয়া হয়েছে ফুড কোর্টটি।
More Stories
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
চলতি সপ্তাহেই ফের পারদের পতন, রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ
স্কুলের পরিচালন সমিতি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ