লকডাউন পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির প্রায় ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা সালমান খানকে। তিনি সেই সকল দিনমজুরদের আর্থিক সাহায্যের পাশাপাশি চাল ডাল ইত্যাদি অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীও দান করেছেন। আর এই সবকিছুই তিনি করেছেন নিঃশব্দে। প্রথমে তিনি দিনমজুরদের ব্যাংকের ডিটেলস নেন, তারপর তাদের একাউন্টে তিনি টাকা পৌঁছে দেন।
তবে তিনি শুধুমাত্র এইসব করেই থেমে থাকেননি। লকডাউন দীর্ঘমেয়াদি হওয়ায় তিনি ফুটপাতবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করেন। কোন মানুষ যাতে অভুক্ত না থাকে তার জন্যই “বিইং হাংরি” নামে একটি নয়া উদ্যোগ শুরু করেন ভাইজান। এই সকল ফুটপাতবাসীদের হাতে খাবার তুলে দেওয়ার জন্য “বিইং হাংরি” লেখা ট্রাকে করে মহানগরীর রাস্তায় ঘুরে ঘুরে দুস্থদের হাতে খাবার তুলে দেন সলমন খান। তবে সেই ছবি তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। তার ভক্তরাই ভাইজানের এই বিইং হিউম্যান এর মতো দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং তা ভাইরাল হয়ে যায়।