তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: প্রতিনিয়ত চোখে পড়েছে গাছ কাটার চিত্র। প্রেম দিবসের দিনে ফুল দিয়ে বরন করে বন রক্ষার বার্তা বন সুরক্ষা কমিটির। রবিবার প্রেম দিবসের দিনে এমনই দৃশ্য ফুটে উঠলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার তপোবনে। ফুলের মালা দিয়ে বরন করে নেওয়া হয় বেশ কয়েকটি শাল গাছকে। বিরিবাড়িয়া এ পিসি, দেউলবাড় টিয়াকাটি, তপোবন সেন্ট্রাল, তপোবন ওয়েস্ট, পাথরডোহরা, আস্তিয়া বন সুরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত হয় কর্মসূচি। প্রথমে বন দপ্তরের আধিকারিকরা গাছে গাঁদা ফুলের মালা পরিয়ে দেন। পরে এলাকার বিভিন্ন দম্পতিরা শালগাছে গাঁদা ফুলের মালা পরিয়ে গাছ রক্ষার অঙ্গিকার করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম চক্রের মুখ্য বনপাল ডঃ অশোকা প্রতাপ শিং, খড়গপুরের ডি এফ ও শিবানন্দ রাম, ডি এফ ও রুপনারায়ন মনিশ কুমার যাদব।