প্রেমিকার সাথে কথা বলার পরেই গলায় মায়ের শাড়ি জরিয়ে বসত ঘরে ঝুলন্ত দেহ দেখতে পাই পরিবারে লোকেরা। চাঞ্চল্য ছড়ালো মোথাবাড়ি থানার অন্তর্গত দেবীপুর ঘোষ পাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার অন্তরর্গত দেবীপুর ঘোষ পাড়া গ্রামে। মৃত যুবক বিক্রম ঘোষ (২৪) প্রায় চার বছর ধরে প্রেমে জড়িত ছিলো বলে স্থানীয় সূত্রে খবর। পরিবারে সূত্রের ওই যুবকের মা বলেন গ্রামের একটি মেয়ের সাথে তার ছেলে চার বছর ধরে প্রেমে সম্পর্কে জড়িত ছিল। তার ছেলেকে বিয়ে করতে অস্বীকার করায় তার ছেলে বিক্রম মায়ের শাড়ি গলায় দিয়ে নিজের বসত ঘরে গলায় দরি দিয়ে ঝুলে যায়।
বিক্রমের কাকুর ছেলে রাজু পৌঁছে দেখে বিক্রম তার ঘরে গলায় ফাঁস দিয়েছে।চ্যাঞ্চল ছরিয়ে পরে এলাকায়. মৃত্যুদেহ উদ্ধার করে গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা মৃত্য বলে জানিয়ে দেয়। পুলিশ মৃত্যুদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।