July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রিয় বিডিও সাহেবের বদলি চলবে না, কাতর আর্জি গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- করোনা আর আমফান পরিস্থিতি মোকাবিলা করতে করতে অজান্তেই জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে। আর সেই ভালবাসার বহিঃ প্রকাশ ঘটল বিক্ষোভ হয়ে। প্রিয় বিডিও র বদলি মেনে নিতে না পেরে বিডিও অফিসের সামনে অভিমানে এলাকার মানুষ জন জড় হয় প্রিয় মানুষটিকে না ছাড়ার জন্য। এমনই এক হৃদয় স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের রামনগর – ২ ব্লক। কবির ভাষায় ভালবাসা আর যত্ন দিয়ে মরুভূমিতে ও ফুল ফোটানো যায়। সত্যিই তাই। পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত এলাকা রামনগর -২ ব্লক। আমফান ঝড় আর করোনার সংক্রমনের সাঁড়াশি চাপে বিধ্বস্ত হয়ে গিয়েছিল সাধারন মানুষের দৈনন্দিন জীবন। ঐ দূর্দিনে এলাকার মানুষদের পিতার মত আগলে রেখে ছিলেন বিডিও অর্ঘ্য ঘোষ। কিন্তু এক টুকরো কাগজে ছোট্র একটি সরকারি ফরমান আসে রামনগর -২ ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষকে বদলি করা হল ঝাড়গ্রামে। আরো উচ্চপদে ঝাড়গ্রাম হেড কোয়ার্টারের ডেপুটি ম্যাজিস্ট্রেট করে।এলাকার মানুষ জন প্রিয় মানুষটির বদলি মেনে নিতে পারলনা। তাই করোনাকে তোড়াই কেয়ার করে শুক্রবার বিডিও অফিসের সামনে জড় হয় কাতারে কাতারে মানুষ। বিক্ষোভ দেখাতে থাকে তাদের প্রিয় বিডিও সাহেবকে বদলি করা যাবেনা।আমফান পরবর্তী সময়ে জেলায় জেলায় ক্ষতিপূরনপর তালিকা নিয়ে বিক্ষোভ থেকে স্বজন পোষনের অভিযোগে যে ভাবে গরমাগরম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিপেক্ষিতে একজন সরকারি অফিসারের বদলি ঘিরে করোনা কালেও মানুষের আবেগ আলাদা অনুভূতি বয়ে আনল।