June 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

ভোটের আগে প্রাথমিক শিক্ষক পদ প্রার্থীদের জন্য সুখবর। প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গতকাল গভীর রাতে এই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। 16500 প্রাথমিক শিক্ষক শূন্যপদের বিজ্ঞাপন দিয়েছিলো গত 23 ডিসেম্বর। তার মেধাতালিকা প্রকাশ করল পর্ষদ।
মোট 15 হাজার 284 জন শিক্ষক পদ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি পদগুলি মেধা তালিকা প্রকাশ করা হয়নি কেন তার বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে পর্ষদের দেওয়ার নোটিফিকেশনে। কারণ এই বিষয়ে হাইকোর্টের একটি মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে 16500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে ঘোষণা করে। তারপরই 23 শে ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জুড়ে ইন্টারভিউ নেয় 16500 জনের পর্ষদ। এখানে আবেদন করার সুযোগ পেয়েছে বিএড ডিএলেড উত্তীর্ণ হওয়া প্রার্থীরাই।