July 24, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে রমরমিয়ে চলছে পোস্ত চাষ

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে রমরমিয়ে চলছে পোস্ত চাষ।এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ১ ও ২ নম্বর ব্লকের একাধিক গ্রামে। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মৌলা, পরমানন্দপুর, লক্ষ্মীপুর, মনোহরপুর, যাদবনগর। চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের হরিসিংপুর, যদুপুর, বান্দিপুর সহ বেশকিছু গ্রামে।
প্রশাসনের তরফ থেকে পোস্ত চাষ বন্ধের জন্য একাধিক বার প্রচার করা হলেও বন্ধ হয়নি চাষ রমরমিয়ে চলছে পোস্তু চাষ।

কোথাও আবার পোস্ত জমিকে ঘেরা দিয়ে প্রশাসনের নজর এড়িয়ে চলছে পোস্ত চাষ। এক এক জন ব্যক্তি এক থেকে দুই কাঠা করে পোস্ত চাষ করলেও নজর নেই প্রশাসনের।

এমনকি লক্ষীপুর গ্রামের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকজন ও পোস্ত চাষ করেছে। সব থেকে বেশি চাষ হয়েছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে।

চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন পুলিশ ও আবগারী সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।