March 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্রয়াত পাঁশকুড়ার গর্ব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক নির্মল চন্দ্র মাইতি

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গর্ব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক নির্মল চন্দ্র মাইতি।ইন্দ্রপতন ঘটলো পাঁশকুড়ার শিক্ষা ব‍্যবস্থার। জীবনের প্রতিটি ক্ষনেই কলেজ গড়ার কাজে ব্রতী ছিলেন।শত সমস্যার মাঝেও গড়ে তুলে ছিলেন সিদ্ধিনাথ মহাবিদ্যালয়। ওনার প্রয়ানে শোকস্তব্ধ শিক্ষাব্যবস্থা। করোনা মহামারিকে পিছনে ফেলে মাক্স পরে গ্রামবাসীরা ভীড় করেন। ১৮ তারিখ শরীরিক অসুস্থতায় ভর্তি হন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে।২৯ অক্টোবর অর্থাৎ সোমবার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার ওনাকে শ্রদ্ধা জানাতে উৎসুক মানুষের ভীড় চোখে পড়ার মতো। জানা গেছে পার্শ্ববর্তী এলাকার সহ নিজের এলাকার মানুষের কাছে অতি পছন্দের মানুষ ছিলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত প্রথম প্রধান শিক্ষক নির্মল মাইতি, শত কষ্টের মাঝেও সাধারণ মানুষের জন্য একাধিক সমাজ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, তার মৃত্যুতে একদিকে যেমন শোকাহত গোটা এলাকা অপর দিকে দুঃখের ভেঙে পড়েছে পরিবার পরিজন।