মালদাঃ- মালদহের বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত ৩৭ নং জেলা পরিষদের চরিঅনন্তপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭০ তম জন্ম দিবস পালন করলেন অন্য ভাবে। এদিন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ মুলক কর্মসূচির করে আসছে বিজেপির কর্মীরা এদিন বৈষ্ণবনগর বিধানসভার যুব মোর্চার তরফে অন্যন দিন গুলিতে এলাকার বাসিন্দা ও গঙ্গা ভাঙ্গ এলাকায় অসহায় পরিবারে হাতে চাল ডাল সহ বিভিন্ন সামগ্রিক তুলে দেওয়া হয়।এদিন সেবা সপ্তাহের শেষ দিনে যুব মোর্চার সদস্যরা এলাকায় দরিদ্র বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করে খাওয়ানোর ব্যাবস্থা করেন। তার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার দাঁড়িভিট হাই স্কুলে গত ২০সেপ্টেম্বর ২০১৮ সালে দুই ছাত্রের বন্ধুকের গুলিতে মৃতু হয় তাপস বর্মন ও রাজেশ সরকার এই দুই ছাত্রের ছবিতে মাল্য দান করে শোক জ্ঞাপন করে যুব মোর্চা সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক মাননীয় স্বাধীন কুমার সরকার, ও জেলার সম্পাদক সহ বিভিন্ন মন্ডলে সভাপতি, যুব মোর্চার পূর্ব সহ সভাপতি ও স্থানীয় কার্যকরতা ।