December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রধানমন্ত্রী পাঠানো চিঠি বিলি করেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা

বৃহস্পতিবার বিকেলে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় বিভিন্ন জায়গায় উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু নেতৃত্বে প্রধানমন্ত্রী পাঠানো চিঠি বিলি করেন।পাকুয়াহাট স্ট্যান্ড, বাজার, ব্যাঙ্ক ও পথচারীদের মধ্যে নিজের হাতে চিঠি বিলি করেন।যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেয় নিজের হাতে। তারপর প্রধানমন্ত্রী যে বার্তা চিঠি মাধ্যমে সকলকে বুঝিয়ে দেন। উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু সহ বামনগোলার বিজেপি ব্লক সভাপতি উৎপল সরকার ও zp2 মণ্ডলের সভাপতি অমিত ঘোষ ও বিজেপির সমর্থক ও কর্মীরা।