নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গত ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় চলছে সেবা সপ্তাহ, সেই উপলক্ষেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় বিজেপি উদ্যোগে বিশ্ব কালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং সেবা সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়,জানা গেছে এই দিন এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতার রক্ত দান করেন, এই দিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়েক, এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়েক বলেন সারা জেলা জুড়ে চলছে সেবা সপ্তাহ পালন, বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে, মহামারী ভাইরাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যে এবং সাধারণ মানুষের শারীরিক দিকটা ভেবে কোথাও মাক্স বিতরণ কোথাও স্বাস্থ্য পরীক্ষা শিবির আবার কোথাও বা চশমা বিতরণের মধ্য দিয়ে এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে, এর পাশাপাশি পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এবং সবুজায়ন কে ধরে রাখতে চারা গাছ রোপণের মধ্য দিয়ে সেবা সপ্তাহ পালন করছে বিজেপি নেতৃত্ব।