প্রজাতন্ত্র দিবসে পিকনিক ঘিরে বচসার জেরে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় একজন হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, গত রবিবার রাতে লিলুয়ার বিড়াডিঙির একটি বসতিতে পিকনিক করছিলেন একদল যুবক। মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে দুই দলে ভাগ হয়ে যায় এবং তা হাতাহাতিতে পৌঁছায়। এ সময় আচমকাই এক যুবক বন্দুক বের করে গুলি চালাতে থাকে। একজন গুলিবিদ্ধ হয়। তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেই মুহূর্তে ঝামেলা মিটে গেলেও রাত বাড়লে ফের অশান্তি শুরু হয়। অভিযোগ, গুলিবিদ্ধ ব্যক্তির বন্ধুবান্ধবরা গিয়ে অপর গোষ্ঠীর এক যুবকের দোকানে আগুন লাগিয়ে দেয়। রাস্তার পাশের ঝুপড়ি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।