July 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রকাশ্যে এল দেব রুক্মিণী নতুন ছবির পোস্টার

বৃহস্পতিবার সামনে আসে দেব রুক্মিণী অভিনীত ছবির নতুন পোস্টার | আর তা প্রকাশ করে ছবির মুক্তির তারিখ জানিয়ে দিয়েছেন | আগামী 29 এপ্রিল মুক্তি পাবে রুক্মিণীর নতুন ছবি | পোস্টারের ক্যাপশন দেব লিখেছেন “আমার হৃদয়ের একটি টুকরো আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে |আর আপনাদের মন ভালোবাসায় ভরিয়ে দিতে চলেছি | এক্কেবারে মিষ্টি কিশমিশের মত| 2022 সালের 29 এপ্রিল মুক্তি | যদি এই পৃথিবী সুস্থ হয়ে ওঠে অবশ্যই আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হবে | ছবিটা দেখে মনে হচ্ছে বিভিন্ন সময় প্রেমের নানা রূপ এই ছবিতে দেখা যাবে |