December 10, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

প্রকাশ্যে এলো বাঘা যতীনে দেবের ছদ্মবেশ

এ বছর পূজায় মুক্তি পেতে চলেছে অরুণ রায়ের পরিচালনায় বাঘা যতীন | বাঘাযতীনের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেব | ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবিতে দেবের বেশ কয়েকটি লুক | শুক্রবার কার্যত প্রকাশিত দেবের লুক দেখে চমকে উঠেছে নেট পাড়া ।

প্রসঙ্গত, বাঘাযতীন প্রায় ছদ্মবেশ নিতেন | সেরকমই এই ছবিতেও বহুবার ছদ্মবেশ নিতে দেখা গিয়েছে দেবকে | আর মুক্তির আগেই প্রকাশ পেয়েছে দেবের ছদ্মবেশী সেই ছবি | সেখানে দেখা যাচ্ছে সন্ন্যাসী ও পাঞ্জাবি সেনার লুকে দেবকে | এই ছবি সামনে আসতেই শোরগোল নেট পাড়ায় | এখন শুধু অপেক্ষা ছবির মুক্তির |