সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকা NEET-এর ফল প্রকাশিত হল শুক্রবার সন্ধ্যায়। সেইসঙ্গে এদিন র্যাংকিং এবং উত্তরপত্রের চূড়ান্ত ওএমআর শিটও প্রকাশ করা হয়েছে। সর্বভারতীয় স্তরে ১৫ শতাংশ কোটার সংস্থান আছে। NEET ২০২০-এ সর্বভারতীয় র্যাংকিংয়ে প্রথম হয়েছেন ওডিশার যুবক শোয়েব আফতাব। ৭২০-র মধ্যে ৭২০ স্কোর করে দেশের মধ্যে নজির গড়েছেন রাউরকেলার বছর আঠেরোর এই তরুণ।