October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পোস্তর আঠা পাচার করতে গিয়ে গ্রেপ্তার চার পাচারকারী

মালদা-‌গোপন সূত্রে খবর পেয়ে পোস্তর আঠা পাচারের আগে পাচারকারীদের ধরে ফেললো কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্র এলাকায় সড়কে অভিযান চালিয়ে একটি ঝাড়খন্ডের গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে দুই প্যাকেট পোস্তর আঠা উদ্ধার করে। এরপর পুলিশ ওই গাড়িতে থাকা ৪ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং আটক করা হয়েছে ঝাড়খণ্ডের কালো রঙের একটি গাড়ি। ওই গাড়িতে বিশেষ একটি রাজনৈতিক দলের স্টিকার সাঁটা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোলাপগঞ্জ ইনভেস্টিগেশন সেন্টারের ওসি রামচন্দ্র সাহার নেতৃত্বে রাতে পুলিশ অভিযান চালায়। পুলিশ জানায়, গাড়িটি আসতেই মুহূর্তে আটক করে ড্রাইভার সহ চারজনকে ধরা হয়। ধৃতরা হল নায়েম আনসারী(২৯) ইমতিয়াজ আনসারী (২৯) তৌফিক আনসারী(২৪ ) এবং প্রদীপ কুমার মাহাতো (১৯)। প্রত্যেকের বাড়ি ঝাড়খন্ডের রাঁচি জেলার আনগোরা এলাকায়। উদ্ধার হয়েছে ২ কেজি ৬০০ গ্রাম পোস্তর আঠা যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয় এবং সাত দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। কালিয়াচক থানার আইসি আশিস দাস বলেন, পুলিশ অপরাধ দমনে ও অবৈধ কারবার রুখতে সক্রিয় রয়েছে। গোলাপগঞ্জে ভিনরাজ্যে একটি গাড়িতে অবৈধ পোস্তর আঠা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।