নিজস্ব সংবাদদা,মালদাঃ-দুপুর ১২ টায় বামনগোলা ব্লক কংগ্রেস ও সিপিআইএম যৌথ উদ্যোগে পাকুয়াহাট কলেজ মোড় থেকে রালি করে এসে পাকুয়াহাট স্যান্ডে বিক্ষোভ কর্মসূচি করা হয় । এদিন কেন্দ্র সরকারের পেট্রোল ও ডিজেল মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন।অবশেষে ট্রাফিক মোড়ে ৩০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনী করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলার মহিলা মোর্চার ছবি দে, আরএসপি জেলা সম্পাদক শাকিরুদিন সরকার, সিপিআইএম ব্লক সভাপতি
খগেন বর্মন।বামনগোলা ব্লক কংগ্রেসের সভাপতি হরিপদ বৈরাগী, প্রদেশ কংগ্রেসের সদস্য জয়ন্ত সরকার ও সুভাষ থাপা। এছাড়াও সিপিএম ও কংগ্রেসের বিভিন্ন বিভিন্ন কর্মীরা।