June 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যৌথ আন্দোলনে নামল বাম ও কংগ্রেস কমিটি

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার যৌথ আন্দোলনে নামল দক্ষিণ দিনাজপুর জেলা বাম ও কংগ্রেস কমিটি। এদিন বালুরঘাট শহরের প্রশাসনিক ভবণের সামনে চলে অবস্থাব ও বিক্ষোভ কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, সিপিএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস,
জেলা কংগ্রেস সভাপতি তপনকান্তি (গোপাল) দেব ছাড়াও সিপিআই ও ফরওয়ার্ড ব্লক নেতৃত্বরা। শতাধিক কর্মী সমর্থক নিয়ে এদিন দিনভর চলে এই আন্দোলন।

আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি তপনকান্তি দেব বলেন, কেন্দ্রে বিজেপি সরকার অস্বাভাবিক ভাবে দাম বাড়িয়েছে পেট্রোল, ডিজেল ও পেট্রোপণ্যর। পরিবহণে সরাসরি প্রভাব তো বটেই, চাষবাসে ব্যপক সমস্যায় পরছে কৃষকরা। লক ডাউনে মানুষের চরম আর্থিক দূর্দশা। এরমধ্যে মানুষকে ভয়াবহ বিপদে ফেলেছে এই মূল্য বৃদ্ধি। এর প্রতিবাদেই কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন।