September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

পেট্রোলের মূল্য বৃদ্ধিতে সমস্যা এম্বুলেন্স চালকেরা

মুখের গ্রাস কারছে পেট্রোলের মূল্য। চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন মাতৃযান অ্যাম্বুলেন্স চালকেরা। এমনই করুণ অবস্থার কথা জানা যায় রানাঘাট মহাকুমার মাতৃযান অ্যাম্বুলেন্স চালক ও মালিক সদস্যরা। অভিযোগ 2011 সাল থেকে 1 কিলোমিটার প্রতি প্রাপ্য টাকা 8 টাকা পাওয়া যায় রোগী পৌঁছে দিয়ে। যেখানে পেট্রোল ডিজেলের মূল্য প্রায় দিন বেড়ে চলেছে। সেখানে 8 টাকা কিলোমিটারপ্রতি তে পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে মাতৃযান সদস্যরা। আগে প্রসূতি মায়েদের বাড়ি থেকে হসপিটালে আনা হতো। আর এখন শুধু মা ও সদ্যোজাত শিশুকে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেয় এই মাতৃযান বদলে প্রাপ্য 8 টাকা কিলোমিটার প্রতি। তওবা অনিয়মিত পেমেন্ট। একদিকে যেমন পেট্রোল ডিজেলের মূল্য বাড়ছে দিনের পর দিন। তার ওপর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি। সংসার চালাতে হিমশিম খাচ্ছে। মাতৃযান পরিষেবা যুক্ত থাকার সদস্যরা। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিও কোন ফল মেলেনি। এখন সরকারের কাছে দাবি সঠিক মূল্যের।