September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালদা শহরে

মালদা : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল মালদা শহরে।দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরীর নেতৃত্বে মালদা শহরের গান্ধী মূর্তির পাদদেশে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় জেলা প্রশাসনিক ভবন চত্বরে। উপস্থিত ছিলেন, মালদা জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, ঈশা খান চৌধুরী, আসিফ মেহবুব, বাম নেতা অম্বর মিত্র, সর্বানন্দ পান্ডে, শ্রীমন্ত মিত্র সহ অন্যান্য নেতানেত্রীরা।
তাদের দাবি,জ্বালানি তেলের মূল্য আকাশছোঁয়া, দিশাহীন সরকারের দিশাহীনতায় সাধারণ মানুষ দিশেহারা। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতিতে পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা কংগ্রেস। এই দাবিকে সমর্থন করে বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা বামফ্রন্ট। মিছিলের পর জেলা শাসকের হাতে একটি স্মারকলিপি জমা দেন তারা।