মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ): উত্তর ২৪ পরগণা বনগাঁর পেট্রাপোল কাস্টমস অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করল স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, কলকাতা থেকে প্রতিনিয়ত ডিউটি করতে পেট্রাপোল আসছেন কাস্টমস অফিসের অফিসার ও কর্মীরা। কোয়ার্টার থাকা সত্ত্বেও প্রতিদিন বাড়ি থেকে যাতায়াত করছেন কাস্টমস অফিসের কর্মচারীরা। বাজার থেকে প্রয়োজনীয় বাজারও করছেন। ফলে তা থেকে করোনা ছড়াতে পারে। এই আশঙ্কায় সোমবার সকালে বনগাঁর জয়ন্তীপুরে অবস্থিত পেট্রাপোল কাস্টমস অফিস এবং রেসিডেন্সিয়াল কোয়ার্টারের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এমনকি যশোহর রোডের উপরে গাছের গুঁড়ি ফেলে বসে অবস্থান বিক্ষোভে সামিল হয় মহিলারা। তাদের দাবি, কাস্টমস অফিসের কর্মীরা তাঁদের কোয়ার্টার থেকে অফিস করতে হবে নতুবা অফিস বন্ধ রাখতে হবে।
পেট্রাপোল কাস্টমস অফিসের সুপারেন্টেন্ডেন্ট জয়ন্ত কুমার মণ্ডল জানান, অফিস চালাতে সরকারি কর্মীরা বাইরে থেকে আসছে তার প্রতিবাদে গ্রামবাসীরা ১০:৩০ মিনিট নাগাদ অফিসের গেটে তালা দিয়ে দেয়। তবে পরবর্তীতে তালা খুলে দেয়।