পেট্রোল পাম্পের তেল কম দিতে গিয়ে হাতেনাতে ধরে পড়ে গণধোলাই খেলেন পাম্প কর্তৃপক্ষ। বর্তমানে ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম তারই মধ্যে তেল চুরির অভিযোগ পাম্প কর্তৃপক্ষ বিরুদ্ধে। পেট্রোল দেবার সময় মাপে কম দেওয়ার অভিযোগ। তারপরই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ।দীর্ঘদিন ধরেই জেলার একাধিক পেট্রলপাম্প গুলির বিরুদ্ধে তেল চুরির অভিযোগ উঠে।আজ সকালে বাদকুল্লার পেট্রোল ও ডিজেল পাম্প কর্তৃপক্ষের তেল চুরি করার সময় হাতেনাতে প্রমাণ সহ ধরে ফেললেন ক্রেতারা। শুরু হয় গণধোলাই। ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। দীর্ঘ সময় ওই পাম্পের তেল পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান মানুষ। ঘটনাটি রানাঘাট কৃষ্ণনগর সড়কের তাহেরপুর থানার বাদকুল্লা পাম্পে। পাম বন্ধের দাবি তোলেন এলাকার মানুষ। এলাকায় চরম উত্তেজনা।