March 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণ অবস্থানের ডাক তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর

নিজস্ব প্রতিনিধি, মালদা-‌পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার গণ অবস্থানের ডাক দেয় তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনী। এদিন বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে গণ অবস্থানে বসেন কর্মী, সদস্যরা। দলনেত্রী মমতা ব্যানার্জির ডাকে জেলায় জেলায় চলছে অবস্থান বিক্ষোভ। সেই মতো এদিন মালদাতেও অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস, মালদা টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি দেবাশিস ঠাকুর, সহ সভাপতি বাচ্চু দাস, কার্যকরী সভাপতি সৌম্যদ্বীপ সরকার, সুশান্ত প্রসাদ-‌সহ অনেকে। এদিন সভাপতি দেবাশিস ঠাকুর বলেন, দলনেত্রী মমতা ব্যানার্জির ডাকে আমরা কেন্দ্রীয় সরকারে তঘলকি কান্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। পেট্রল ও ডিজেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। আমরা তার প্রতিবাদ জানাই।’‌