নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত বার্তা অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় আজ থেকে শুরু হল পথশ্রী প্রকল্প, জানা গিয়েছে গোটা রাজ্য জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করবে রাজ্য সরকার, সেই নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকের পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয়, জানা গিয়েছে জলপাইগুড়ি থেকে পথশ্রী অভিযান প্রকল্পের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে সারা জেলাজুড়ে তিনি না উপস্থিত থাকলেও বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন জায়গায় এই প্রকল্প উদ্বোধন করছেন, পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাপতি দেবব্রত দাস এই পথশ্রী প্রকল্প উদ্বোধন করলেন এবং তার পাশাপাশি এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের এই প্রকল্পের বিভিন্ন সচেতনতা মূলক বার্তা যেমন কি ভাবে ওই রাস্তাকে ব্যবহার করবে সেই বিষয় নিয়ে সচেতন নিয়ে একাধিক বক্তব্য রাখেন জেলা পরিষদের সভাপতি দেবব্রত দাস। পুজোর আগে রাজ্যবাসীকে এই উপহার দেওয়ায় যথেষ্ট খুশি হয়েছে রাজ্যবাসী।