পূর্ব আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান৷ দুর্ঘটনাটি ঘটে দুপুর ১.১০ মিনিট নাগাদ। সোমবার আফগানিস্তানের রাষ্টায়ত্ত বিমান সংস্থার একটি বিমান গজনির ইয়াকে ৮৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে। সূএের খবর, গজনি শহরের রাজ্যপালের অফিসের মুখপাত্র আরিফ নুরি জানান, আরিয়ানা আফগান এয়ারলাইনের একটি বোয়িং বিমান এদিন গজনি প্রদেশের দে ইয়াক জেলার সাদো খেল অঞ্চলে ভেঙে পড়ে৷ দুর্ঘটনায় কেউ বেঁচে রয়েছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূএের খবর, তবে এর মধ্যেই গজনির গভর্নর ওয়াহিদুল্লা কালিমাজি জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্থ বিমানির ২ পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।