দক্ষিণ দিনাজপুর: সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও পূর্ণ লকডাউন সফল করতে সকাল থেকেই পথে নামল পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা এলাকায় পূর্ণ লকডাউনের জেরে সমস্ত দোকান পাঠ বন্ধ ছিল।
পাশাপাশি লকডাউন অমান্য করে অপ্রয়োজনে পথে বেরোনো একাধিক বাইক, যানবাহন চালক ও মানুষজনদের বাড়ির অভিমুখে ফেরত পাঠায় পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা।
সকাল থেকেই করোনা মহামারী রুখতে রাজ্য সরকারের জারি করা পূর্ণ লকডাউন সফল করতে বুনিয়াদপুর শহর জুড়ে পুলিশ প্রশাসনের ভূমিকা ছিল সর্বাত্মক।