March 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পুলওয়ামা তে গুলির লড়াই, নিহত তিন জঙ্গি

শুক্রবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জাদুরা এলাকায় প্রবল গুলির লড়াই হয়। সেই সংঘর্ষেই তিন জঙ্গি মারা পড়ে। নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। অভিযানের পর গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীর পুলিশের আধিকারিকরাও রয়েছেন। ঘটনাস্থল থেকে জঙ্গিদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে জানায়, তিন অজ্ঞাতপরিচয় জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চলছে। ঘটনার বিশদ এখনও জানা যায়নি।চলতি বছর এ পর্যন্ত দু’ডজনের উপর জঙ্গি কম্যান্ডারকে খতম করে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের নেতৃত্বের পরিকাঠামোকে গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর জন্য এটা ব্যাপক সাফল্য।