শ্রীকৃষ্ণের কৃপায় ও আশীর্বাদে শ্লোকা ও আকাশ আম্বানি আজ মুম্বইয়ের একটি বাচ্চা ছেলের গর্বিত বাবা-মা হয়েছেন।
নিতা এবং মুকেশ আম্বানি প্রথমবারের মতো দাদা-দাদী হয়ে আনন্দিত, কারণ তারা ধিরুভাই ও কোকিলাবেন আম্বানির নাতিকে স্বাগত জানিয়েছে।
মা ও ছেলে দুজনেই ভালো করছে। নতুন আগমন পুরো মেহতা এবং আম্বানি পরিবারে প্রচুর আনন্দ এনেছে।