May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

পুজো মন্ডপে গাঁজা খাওয়ার প্রতিবাদে দুষ্কৃতী নিগ্রহ

পুজোর মন্ডপে গাঁজা খাওয়ার আসরের প্রতিবাদ করতে গিয়ে দুষকৃতকারীদের হাতে প্রহৃত হয়ে হেনস্তা হতে হল পুজো কমিটির সদস্য ও এলাকার মহিলাদের । ঘটনাটি ঘটেছে বীরভূমের
রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের কালিসাঁড়া পাড়ায় । বুধবার সন্ধ্যায় কালিসাঁড়া আমতলা নাগরিক কমিটির দুর্গা মূর্তি বিসর্জন হয় । এরপর মণ্ডপ ফাঁকা থাকার সুযোগ নিয়ে পুজো মণ্ডপের ভিতরে বসে গাঁজা ও জুয়ার ঠেক বসিয়ে ছিল এলাকার কয়েকজন দুষ্কৃতকারী। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন পুজো কমিটির এক সদস্য । তাকে ধারাল অস্ত্র গলায় চেপে ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ ।তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মহিলারা । মহিলারা বাধা দিতে গেলে তাদেরকে মারধোর করে ও শ্লীলতাহানি করা হয়। ঘটনার সময় মহিলাদের গায়ে নিষিদ্ধ বোমা ছুড়ে দেয় দুষকৃতকারীরা ।ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে রামপুরহাট শহরে। বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পুজো কমিটির সভাপতি ।