গ্রামে ঘটা করে পালন করা হয়েছিল বিপত্তারিণী পুজো।আর সে পুজোয় প্রসাদ ও চরণামৃত খেয়ে অসুস্থ প্রায় একশ জন।যার মধ্যে অনেক শিশু রয়েছে।ঘটনাটি ঘটেছে জগৎবললব পুর থানার অন্তর্গত মধ্য মাজু গ্রামে।ইতিমধ্যে বেশ কয়েকজনকে জগৎবলব পুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে আজ ওই গ্রামে আসেন ব্লক স্বাস্থ্য আধিকারিকর সহ স্বাস্থ্য কর্মীরা।বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন।ওষুধ দেওয়া হয়।গ্রামবাসীরা জানান,প্রতিবারের মত এবারও বিপত্তারিণী পুজো হয়েছিল গ্রামে।এই পুজোর প্রসাদ ও চরণামৃত যারাই খেয়েছেন তারাই অসুস্থ হয়ে পড়েন রাত থেকে।বমি পায়খানা ও জ্বর এ কাহিল হয়ে পড়েন প্রায় একশজন।