April 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পুজোর বাজেট কমিয়ে সুন্দরবনের দুর্গতদের পাশে দাঁড়াল রাজডাঙা নবোদয় সংঘ

          করোনা আবহে পুজোর বাজেট কমিয়ে আমফান ও করোনা পরিস্থিতিতে খরচ করেছে শহরের প্রায় প্রতি ক্লাবই। এই উদ্যোগকে সামনে রেখে রাজডাঙা নবোদয় সংঘ সুন্দরবনের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে আর্থিক ভাবে।  মাতৃ বন্দনার প্রাক্কালে আমফানে ক্ষতিগ্রস্ত মায়েরা যাতে স্বনির্ভর হতে পারেন সেই উদ্দেশ্যে তাঁদের হাতে সেলাই মেশিন, মেকআপের সরঞ্জাম ও এক মাসের রেশন তুলে দেন ১০৭ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর তথা রাজডাঙা নবোদয় সংঘের সভাপতি সুশান্ত ঘোষ। তাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন।