December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পুজোর আগে মন্ডপ তৈরিতে ব্যস্ত মন্ডপ শিল্পীরা

নিজস্ব সংবাদাতা পূর্ব মেদিনীপুর:- মহামারি ভাইরাসের আবহের মাঝে ধীরে ধীরে স্বাভাবিক স্বাচ্ছন্দের পথে এগোচ্ছে দেশ। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। গত ২৬ শে সেপ্টেম্বর রাজ্যের মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজা ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ও অনুষ্ঠানের অনুমতি দেওয়ার খুশির হাওয়া সাধারণ মানুষ, ক্লাব সদস্য থেকে শিল্পী মহলে। অতি প্রাচীনকাল থেকে শ্রীরামচন্দ্রের অকাল বোধন, বাঙালির প্রিয় শারদীয় দুর্গোৎসব। বাঙ্গালীরা দেশে-বিদেশে যেখানেই থাকুন না কেন পুজোর আনন্দে সবাই মেতে উঠেন। দীর্ঘ ছয় মাসে করোনা আবহে মন্ডপ তৈরির শিল্পীরা খুব চিন্তায় ছিল। সেই চিন্তা দূরে ফেলে পূজো মন্ডপ তৈরিতে ব্যস্ত মন্ডপ তৈরির শিল্পরা। সেই ছবি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সাউতানচকে আর্টশিল্পী স্বপন মিদ্যার দিন রাতের থিমের ব্যস্ততায়। স্বপন বাবু জানান, প্রতি বছর পূজোর ছয় মাস আগে থেকেই মন্ডপ তৈরির কাজ কলকাতা করে থাকি কিন্তু, এই বছর করোনা আবহে জন্য খুব চিন্তায় ছিলাম। পূজা হবে কিনা? পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার এবছর মহালয়ার কয়েক দিন আগে তমলুক এক পূজা মন্ডপ অর্ডার ধরেছি। সময় সীমিত থাকায় অন্যান্য পূজা মন্ডপ তৈরি অর্ডার এলেও ফিরিয়ে দিয়েছি। বন্ধু ও পাড়ার ছেলেদের নিয়ে মোট ১৪ জন মন্ডপ তৈরির কাজ করেছি। এক স্কুল ছাত্র বলেন, দীর্ঘ ছয় মাস স্কুল বন্ধ থাকায় কি করবো ভেবে উঠতে পার ছিলাম না, স্বপনদা বাড়িতে এসে কাজ দেখতাম আমার ভালো লাগে। আমিও স্বপনদার সঙ্গো দিয়েছি।