মালদা, পুকুরের জলে ডুবে মৃত্যু হলো পাঁচ বছরের এক শিশুর। জলে ডুবে যাওয়ার ঘটনার দুইদিন পর ওই শিশুর দেহ উদ্ধার হলো শনিবার। ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার গৌরীপুর এলাকায়। মায়ের সাথে কয়েকদিন আগেই দাদুর বাড়ি গৌরীপুর এলাকায় ঘুরতে এসেছিল ওই শিশু। এরপরে পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর ওই শিশুকে পাওয়া যায় নি ।এদিন সকালে ওই শিশুর মৃতদেহ ভেসে উঠে ।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত শিশুর নাম প্রবীর চৌধুরী (৫)। তার বাড়ি ইংরেজবাজার থানার লক্ষীপুর এলাকায় । কয়েকদিন আগেই দাদুর বাড়িতে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।