October 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পিষে দিল লরি! দেব দর্শনে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ২

পিষে দিল লরি! দেব দর্শনে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। আহত আরও ৫। তাঁদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের ম্যাসানজোড়ে। সকলেই বীরভূমের কীর্ণাহারের জামনা পঞ্চায়েতের বাসিন্দা।

জানা গিয়েছে, জনা চল্লিশেক গ্রামবাসীকে নিয়ে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে এদিন জামনা থেকে রওনা দেয় একটি বাস। দুপুরে ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসানজোড়ের জলাধারের পাশে রান্নার উদ্দেশ্যে বাসটি দাঁড়ায়। পর্যটকরা ম্যাসানজোড়ের পাহাড় ও জলাধার দেখার জন্য ঘুরছিলেন সকলে। রাস্তার পাশে ফুটপাথ ধরে তাঁরা ফিরছিলেন। তখনই দুমকার দিক থেকে বীরভূমগামী একটি ভুট্টা বোঝাই গাড়ি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ফুটপাথ ধরে হেঁটে যাওয়া কীর্ণাহারের বাসিন্দাদের উপরে এসে পরে ১৬ চাকার লরিটি।