
আজ মহালয়া উপলক্ষে সকাল থেকেই কলকাতা শহরের বালুরঘাট, বাগবাজার ঘাটে ভিড় করেছেন বহু মানুষ | করোনা আবহ কাঠিয়ে পুজোর আনন্দে মেতেছেন শহরবাসী ।
এ বছর সকাল থেকে গঙ্গার ঘাটে চলছে তর্পণ | করোনা কারণে আগের বছর তর্পণ করে উঠতে পারেননি অনেকে | তাই এ বছর পিতৃ পুরুষকে জল দান করতে সকাল থেকেই গঙ্গার ঘাটে তর্পনের ভিড় |
মহালয়া থেকে শুরু হয়ে যায় পুজো | আজ ২০০ টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | প্রতিবছরের মতো এবারও চেতলা অগ্রণের দুর্গা প্রতিমার চোখ আঁকবেন তিনি |
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে