April 26, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পিতৃপক্ষের অবসান, তর্পনের ভিড় শহর জুড়ে

আজ মহালয়া উপলক্ষে সকাল থেকেই কলকাতা শহরের বালুরঘাট, বাগবাজার ঘাটে ভিড় করেছেন বহু মানুষ | করোনা আবহ কাঠিয়ে পুজোর আনন্দে মেতেছেন শহরবাসী ।

এ বছর সকাল থেকে গঙ্গার ঘাটে চলছে তর্পণ | করোনা কারণে আগের বছর তর্পণ করে উঠতে পারেননি অনেকে | তাই এ বছর পিতৃ পুরুষকে জল দান করতে সকাল থেকেই গঙ্গার ঘাটে তর্পনের ভিড় |

মহালয়া থেকে শুরু হয়ে যায় পুজো | আজ ২০০ টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | প্রতিবছরের মতো এবারও চেতলা অগ্রণের দুর্গা প্রতিমার চোখ আঁকবেন তিনি |