নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়েও পালন করা হল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ৮১ তম প্রতিষ্ঠা দিবস। এই মর্মে সোমবার শহরের সিঙ্গাতলা নিজস্ব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। তার পাশাপাশি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিঙ্গাতলা মোড়ে পথ চলতে সাধারণ মানুষদের মধ্যে মুখের মাক্স বিতরণ এবং মিষ্টিমুখ করানো হয়। এ বিষয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সীমন্ত মিত্র জানান, ১৯৩৯ সালের আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেছিলেন। আজ ফরওয়ার্ড ব্লকের ৮১ তম প্রতিষ্ঠা দিবস। করোনা আবহের মধ্যে সামাজিক দূরত্ব সহ অন্যান্য সচেতনতা মেনে দিনটি পালন করা হল।