July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পালন করা হলো কারগিল বিজয়ের ২১ বছর

প্রত্যেক বছর ২৬ জুলাই দিনটি পালন করা হয় কার্গিল বিজয় দিবস ৷ এই দিনেই ভারতের শয়ে শয়ে বীর সৈনিকরা জাতির জন্য লড়াই করে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে শহিদ হয়েছিলেন।২১ বছর আগে এই দিনটিতেই পাকিস্তানি সেনাদের আক্রমণ রুখে দিয়ে যুদ্ধে জয় হাসিল করে ভারতীয় সেনাবাহিনী ৷ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ওই যুদ্ধ প্রক্রিয়াকেই নাম দেওয়া হয় ‘অপারেশন বিজয়’।করোনা আবহের মধ্যেও দিনটিকে স্মরণ করে পালন করা হচ্ছে কারগিল বিজয় দিবস। শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ করতে রবিবার সকালে মন কি বাতে সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গিয়েছে।এই যুদ্ধে কারগিলকে তাক করার নেপথ্যে পাকিস্তানের মূল উদ্দেশ্য ছিল লাদাখ এবং কাশ্মীরের মধ্যে সংযোগ ছিন্ন করা। এবং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে কাশ্মীর সমস্যা নিয়ে আসা, যাতে বিভিন্ন অজুহাতে তারা তাদের দখল সফল করতে অন্যান্য দেশের সাহায্য পায়। কিন্তু এমন কিছুই হয়নি। এমনকী, চিনও সাড়া দেয়নি এই যুদ্ধে।

এই দিন সকালে সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ট্যুইট করেছেন রাজনাথ সিং। তিনি লিখেছেন, ‘কারগিল বিজয়ের ২১তম বার্ষিকীতে আমি ভারতীয় সশস্ত্র বাহিনীর সেই সাহসী সৈন্যদের স্যালুট জানাচ্ছি’।