পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুর থানার নেহেম্বা এলাকায়।ঘটনার পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে
পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম অবাইদুল মিয়া(২১) বাড়ি গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের নেহেম্বা এলাকায়। পেশায় সে ছিল একজন কৃষক। পরিবার সূত্রে খবর গত তিন বছর আগে গঙ্গারামপুর রতনমালা এলাকায় বিয়ে হয় যুবকের। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের লোকজনদের অভিযোগ বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে অশান্তি লেগেই থাকত যুবকের। এরপর এই যুবকের স্ত্রী চলে আসে বাপের বাড়ি।যা নিয়ে একাধিকবার সালিশি সভা বসেছে বলে পরিবারের লোকজনদের দাবি। এরপর গত বুধবার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে শ্বশুরবাড়ি আসে ওই যুবক ঘটনার পরে শুক্রবার সকালে যুবকের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষজন। এরপর এই খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের, পরিবারের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। কান্নায় ভেঙে পরে পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে মৃতের পরিবারের লোকজন জানিয়েছেন।