November 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পাকা রাস্তার দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

পাকা রাস্তার দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তপন ব্লকের 2 নং আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া মোড় এলাকায়। দীর্ঘ ৬ ঘন্টা পরে বিধায়কের আশ্বাসে পথ তুলে নেয় গ্রামবাসীরা।
রাস্তার দাবিতে এদিন কয়েক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের কয়েকশো মানুষজন। যার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় নয়াবাজার করদহ রাজ্য সড়কে। এলাকাবাসীর অভিযোগ তপন ব্লকের 2 নং আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া মোড় থেকে দেড় কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকেই বেহাল দশায় রয়েছে। বহুবার আশ্বাস মিললেও তৈরি হয়নি পাকা রাস্তা। যার জেরে নিত্যদিন সমস্যায় পড়তে হয় এলাকার কয়েক হাজার গ্রামবাসীদের। এলাকাবাসীদের আরও অভিযোগ এলাকায় রয়েছে একটি রেশন দোকান আইসিডিএস সেন্টার নিত্যদিন রেশন সামগ্রী নিতে আসা মানুষদের কেউ চরম সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল আটটা থেকে নয়াবাজার করদহ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের কয়েকশো মানুষজন। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার পুলিশ ও বিডিওর প্রতিনিধি। তারা বেহাল রাস্তাটি পরিদর্শন করে গ্রামবাসীদের আশ্বাস দিলেও পথ অবরোধ তুলে না নেওয়ায় দীর্ঘ ৬ঘন্টা পরে বিধায়ক গৌতম দাস পৌঁছায় ঘটনাস্থলে। অবশেষে বিধায়কের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।