সনাতন গরাই,পশ্চিম বর্ধমান:: শুক্রবার অন্ডালে চায়ে পে চর্চায় এসে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন মধ্যপ্রদেশের লাগু হয়েছে লাভ জিহাদ আইন কিন্তু পশ্চিমবঙ্গের বালি মাফিয়া কয়লা মাফিয়া মাটি মাফিয়া এবং তৃণমূলের বিধায়করা, মন্ত্রীরা মিলে চালু করেছে ল্যান্ড জিহাদ। নরেন্দ্র মোদি বিভিন্ন সময় বিভিন্নভাবে সারা ভারতবাসীর পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু মমতা ব্যানার্জি বহিরাগতদের পাশে দাঁড়াচ্ছে বলে অভিযোগ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রার। যারা দুর্নীতি যারা চুরি করে তারাই ভয় পায় ED,CBI কে। এদিন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা অন্ডালের ভাদুর গ্রামে ৫জন কৃষকের বাড়িতে মুষ্টিভিক্ষা নেন।